বৃহস্পতিবার মেলবোর্নে শুরু হবে বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট । সেই ম্যাচের আগেই এক অন্যন্য কৃতিত্ব অর্জন করলেন জাসপ্রিত বুমরাহ । আইসিসির টেস্টে ৯০০ রেটিং পয়েন্ট পার করলেন জাসপ্রিত বুমরাহ । এই মুহূর্তে ৯০৪ পয়েন্টে রয়েছেন বুমরাহ । প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন অশ্বিন। সদ্য অবসর নিয়েছেন এই তামিল স্পিনার । ২০১৬ তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই সাফল্য অর্জন করেছিলেন অশ্বিন। এই তালিকায় সর্বশীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সিডনি বার্নস । ১৯১৪ সালে ৯৩২ পয়েন্ট অর্জন করেছিলেন সিডনি। সাম্প্রতিক ক্রিকেটারদের মধ্যে ২০১৯ সালে প্যাট কামিন্স ৯১৪ পয়েন্ট এবং ২০১৮ সালে ৯০২ পয়েন্ট অর্জন করেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। এই সিরিজে এখনও পর্যন্ত ২১ টি উইকেট সংগ্রহ করে বুমরাহই এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
মন্তব্যসমূহ :0