KMC Workers movement

কলকাতা কর্পোরেশনে শ্রমিক আন্দোলন

কলকাতা

Kmc workers movement bengali news

কলকাতা কর্পোরেশনের ২৯০ জন চুক্তিভিত্তিক মালী ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। তিনমাস যাবৎ তাঁদের ৮১৪০ টাকার বেতন বন্ধ। একাধিকবার কর্পোরেশনের কর্তাব্যক্তিদের কাছে আবেদন জানালেও কোনও কাজ হয়নি। সোমবার দলবদ্ধ ভাবে সমস্ত শ্রমিক এসে অবস্থানে বসেন কলকাতা কর্পোরেশনের উদ্যান বিভাগের ডিজি’র ঘরের সামনে। 

দীর্ঘক্ষণ অবস্থান চালান তাঁরা। আন্দোলনের চাপে ডিজি জানান, চলতি মাস শেষের আগেই অন্ততপক্ষে ২ মাসের বকেয়া মিটিয়ে দেবে কর্পোরেশন। 


কর্পোরেশন সূত্রে খবর, যেই বেসরকারি সংস্থার মাধ্যমে এই শ্রমিকদের নিয়োগ করা হয়েছিল, সেই সংস্থার অ্যাকাউন্ট একটি মামলার প্রেক্ষিতে ‘ফ্রিজ’ হয়ে গিয়েছে। তারফলে সমস্ত রকমের আর্থিক লেনদেন স্তব্ধ হয়ে গিয়েছে। সেইজন্যই নাকি এই শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।

 এদিন আন্দোলনের চাপে উচ্চ-পর্যায়ের বৈঠকে বসতে বাধ্য হয় কর্পোরেশন। উদ্যান বিভাগের ডিজি জানিয়েছেন, ২০২৩’র মার্চের ৩০ তারিখের মধ্যে এই সংক্রান্ত জটিলতা মেটানো হবে।


এদিন আন্দোলনরত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হন কলকাতা কর্পোরেশনের অন্যান্য কর্মচারীরাও। শ্রমিক সংহতিতে স্লোগান শাউটিং এবং পিকেটিং চলে।

Comments :0

Login to leave a comment