বিগত বেশ কয়েকদিন ধরে দিল্লিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২০২২’র আগষ্টের পর ফের রাজধানীতে মাথা চারা দিচ্ছে করোনা। বুধবার প্রায় ৩০০ ছাড়াল আক্রান্তের সংখ্যা, পজিটিভিটি রেট প্রায় ১৩.৮৯ শতাংশ। বৃহষ্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। বৈঠকে ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ও চিকিৎসকেরা।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। দিল্লি প্রশাসন সরকারি হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখছে। তিনি আরও জানান যে চিকিৎসকদের মতে দিল্লিতে করোনা আক্রন্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পেছনে রয়েছে ওমিক্রনের এক্স বি বি ১.১.৬ প্রকরণ। তবে দিল্লির সঙ্গে হরিয়ানা, রাজস্থান, মুম্বাইতেও বাড়ছে করোনার প্রকোপ। চিকিৎসকদের মতে বছরের এই সময়টা বিভিন্ন ভাইরাসের আক্রমণ বাড়ে। কোভিড-১৯ভাইরাসও সেই ভাবে আক্রমন বাড়াচ্ছে তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
Covid-19 increasing
করোনা বাড়লেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নয় বলছে চিকিৎসকেরা

×
Comments :0