একই দিনে দু’বার ট্রেনের সামনে চলে এল হাতির দল। তবে সুকৌশলে চালকদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল বনের এই প্রাণীরা। শুক্রবার বিকেলে নাগরাকাটা-চালসা রেললাইনে পরপর দুটি ঘটনার সাক্ষী থাকল ডুয়ার্সবাসী।
রেল সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা ১৪ মিনিট নাগাদ ১৫৪৮৪ আপ মহানন্দা এক্সপ্রেস নির্দিষ্ট গতিতে চলছিল। হঠাৎই নাগরাকাটা-চালসা রেললাইনের ৬৭/৮-৯ পিলারের কাছে একটি শাবক সহ দুটি হাতিকে দেখতে পান চালক মুকেশ কুমার ও সহকারী চালক আর কে মাহাতো। সঙ্গে সঙ্গেই আপদকালীন ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন তাঁরা। পরবর্তীতে হাতির দলটি নিরাপদে জঙ্গলের ভিতরে ঢুকে গেলে ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়।
এর ঠিক এক ঘণ্টা পর ফের প্রায় একই জায়গায় দেখা দেয় আরও এক বিপজ্জনক পরিস্থিতি। সন্ধ্যা ৬টা ১৪ মিনিট নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সামনে এসে দাঁড়ায় একটি শাবক সহ দুটি হাতি। ঘটনাস্থল ছিল নাগরাকাটা-চালসা রেললাইনের ৬৮/৯-৫ পিলারের কাছে। চালক সুজিত কুমার সিং ও সহকারী চালক রণজিৎ কুমার তৎক্ষণাৎ ব্রেক কষে ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনেন। এরপর হাতির দলটি জঙ্গলে ঢুকে পড়লে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।
উল্লেখযোগ্য বিষয়, গত বুধবার সন্ধ্যায় একই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় ডুয়ার্সের মংপং এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছিল। সেই প্রেক্ষিতে এদিন এক ঘণ্টার মধ্যে দু’দুবার ট্রেনের সামনে হাতির দল চলে এলেও প্রাণহানি এড়ানোয় স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।
Elephant
পরপর দু’বার ট্রেনের সামনে হাতির দল, রক্ষা পেল চালকদের তৎপরতায়

×
Comments :0