Dinhata Flood

নদীতে সারা রাত আটকে থাকার পর দিনহাটায় কৃষকদের উদ্ধার করলেন স্থানীয়রা

জেলা

স্পিডবোট নামানোর তোড়জোড়। রয়েছেন স্থানীয়েরা।

হরিপদ রায়: দিনহাটা

চব্বিশ ঘন্টা পর দুই জায়গায় নদীর চরে আটকে পড়া সাত মহিলা সহ ৪২ কৃষককে অবশেষে উদ্ধার করা গিয়েছে। সোমবার সকালে তাঁদের উদ্ধার করা হয়। 
রবিবার দিনহাটার কাজলিকুড়া এলাকায় সিঙ্গিমারি নদীর চরে কৃষিকাজ করতে গিয়েছিলেন এই বিপন্নরা। জলস্তর বেড়ে যাওয়ায় আটকে গিয়েছিলেন এই কৃষকরা। 
অপরদিকে ওই নদীর ভাটির দিকে মদনাকুড়া এলাকায় আটকে পড়েন দুই কৃষক। সারারাত তাঁরা আতঙ্কের মধ্যে কাটিয়েছেন। প্রশাসন আটকে পড়া ওই কৃষকদের উদ্ধার করার জন্য কোনও ব্যবস্থাই নেয়নি, এমনটাই অভিযোগ। সোমবার সকালে জলস্তর কিছুটা কমায় এলাকার সাধারণ মানুষ নৌকা করে চল্লিশ  জনকে উদ্ধার করেন। 
অপরদিকে, এদিন সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা মদনাকুড়া এলাকায় নদীর চরে আটকে পড়া দুই কৃষককে উদ্ধার করে। 
রবিবার বিকেলের দিকে হঠাৎই জলস্তর বেড়ে যায়। ফলে ওই কৃষকরা সেখানে আটকে পড়েন। তারা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। রাতভর কাটানোর পর জলস্তর কিছুটা কমায় সোমবার সকালে স্থানীয় মানুষজন নৌকা করে ওই ৪০ জনকে উদ্ধার করেন। 
অপরদিকে এদিন  একইভাবে কাজ করতে গিয়েছিলেন শিঙিমারী নদীর মদনাকুরা এলাকার একটি চড়ে কপছার মিয়া ও মতিয়ার মিয়া নামে দুই কৃষক। জলস্তর বেড়ে যাওয়ায় তারাও আটকে পড়েন। সারারাত আতঙ্কের মধ্যে তাদের সেখানে কাটাতে হয়। প্রশাসনের তরফ থেকে তাদেরও রাতে উদ্ধার করার জন্য কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই অভিযোগ। অবশেষে সকালের দিকে সিভিল ডিফেন্সের কর্মীরা তাঁদের উদ্ধারের জন্য এগিয়ে যায়। রীতিমতো স্পিডবোট নামিয়ে ওই দুইজন কৃষককে উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments :0

Login to leave a comment