Finance Bill

ধ্বনি ভোটে পাশ অর্থবিল

জাতীয়

আলোচনা ছাড়াই লোকসভায় পাশ হয়ে গেল অর্থ বিল। শুক্রবার লোকসভায় আদানি ইসুতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা সেই সময় আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাশ করানো হয় অর্থ বিল।

এদিন হই হট্টগোলের মধ্যেই লোকসভায় অর্থ বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর বিল পেশের পর লোকসভার অধ্যক্ষ ধ্বনি ভোটে তা পাশ করায়। ৬৪টি সংশোধনী আনা হয়েছে এই বিলে। লোকসভার পর রাজ্যসভায় এই বিল এবার পাশ করাতে হবে কেন্দ্রকে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন