Uttarakhand Flood

টানা বৃষ্টির কারণে উত্তরাখন্ডে ব্যহত উদ্ধার কাজ

জাতীয়

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ড। বুধবারও চলছে ভারি বৃষ্টি। প্রশাসন সূত্রে খবর বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ড। একাধিক গ্রাম ভেসে গিয়েছে হড়পা বানে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ। ন’জন সেনা কর্মী নিখোঁজ বলে জানা গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সাথে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সব রকম ভাবে সাহায্য করার। বুধবার সকালে হেলিকপ্টরে বন্যা বিদ্ধস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ধামী। 
গঙ্গোত্রী যাওয়ার পথে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রাম কার্যত ধ্বংস হয়ে গিয়েছে মঙ্গলবার দুপুরের ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানে। সরকারি হিসাবে রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘরবাড়ি, গাছপালা এবং গাড়ি ভেঙে শতাধিক মানুষ আটকে পড়েছেন। যদিও আকস্মিক ওই বিপর্যয়ের ভিডিও থেকে স্পষ্ট যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা অনেক বেশি। বহু মানুষ নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। 
এই অঞ্চলের হারসিল সেনা ঘাঁটিতে ধসে বিপর্যস্ত হয়েছে। মঙ্গলবার রাতের মধ্যে আটকে পড়া ৬০-৭০ জনকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধার করতে পেরেছে। আরও অন্যান্য বিপর্যস্ত এলাকায় এসডিআরএফ’র বেশ কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
গঙ্গার উৎপত্তিস্থলে যাওয়ার পথে এই ধারালি গ্রামেই মূলত বিশ্রাম নেন দর্শনার্থী, পর্যটকরা। তাই এখানে প্রচুর হোটেল, রেস্তোরাঁ এবং হোম স্টে রয়েছে। কিন্তু সেসবই এদিন কাদা, মাটি, জলের ওই খরস্রোতায় তলিয়ে গিয়েছে। গ্রামের অর্ধেকের বেশিই ধ্বংস হয়ে গিয়েছে। উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, গ্রামের বাকি অংশ এবং সেখানকার মানুষদের রক্ষা করতে। উত্তাল জলরাশির ধাক্কায় তিন-চার তলা বাড়ি, একাধিক বহুতল হোটেল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দুপুর পৌনে দু’টো নাগাদ ক্ষীরগঙ্গা নদীর পাড় ঘেঁষা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে এই হড়পা বান নেমেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন উদ্ধারকারী দলের আধিকারিকরা। তবে শুধু ধারালি গ্রামই ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নয় একাধিক এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।

Comments :0

Login to leave a comment