MANIKCHAK HEALTH CAMP

মানিকচকে বানভাসিদের পাশে চিকিৎসকরা

জেলা

মানিকচকে ‘অভয়া স্বাস্থ্য শিবির’। ডা. ফুয়াদ হালিমের সঙ্গে চিকিৎসকরা।

মানিকচকের ভুতনির চরে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বানভাসি ও ভাঙন দুর্গতদের চিকিৎসা পরিষেবা দিতে এলাকায় এলেন চিকিৎসকরা। ডাঃ ফুয়াদ হালিমের নেতৃত্বে পিপলস রিলিফ কমিটির একদল চিকিৎসক আসেন এলাকায়। সহায়তা করেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সদস্যরা। শুক্রবার ‘অভয়া স্বাস্থ্য  শিবির’ নামে এই পরিষেবা তিনটি জায়গায় হয়। উত্তর চণ্ডীপুর ব্যাঙ্ক মোড়, গোবর্ধনটোলা, ভীমটোলায় এই শিবির করা হয়। প্রায় তিন শতাধিক দুর্গতকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শনিবার দক্ষিণ চণ্ডীপুর পুলিনটোলা বাঁধ ও বাগডুকরায় স্বাস্থ্য শিবির হবে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন