Purulia

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পৌরকর্মী

জেলা

শ্লীলতাহানির অভিযোগে এক পৌরকর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের মুনসেফ ডাঙ্গা এলাকায়। অভিযুক্তের নাম মদন ব্যানার্জি। অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা। অভিযোগ, গত ৪ নভেম্বর রাত্রে মদ্যপ অবস্থায় প্রতিবেশী এক গৃহবধূর বাড়িতে ঢুকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই পৌরকর্মী। পরে গৃহবধূর পরিবারের লোকজন এই ঘটনায় পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত পৌরকর্মীকে গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। আদালতে নিগৃহীতা মহিলার জবানবন্দি নেওয়া হয়। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, গত ৪ নভেম্বর পৌরকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, পুলিশ অভিযুক্ত ওই পৌরকর্মীকে গ্রেপ্তার করেছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন