River Erosion Maldah

মানিকচকে ভাঙনে বিপর্যস্ত ৫০০ বাসিন্দার ভরসা ত্রিপলের ছাউনি

জেলা

বিপন্ন মানুষের পাশে দেবজ্যোতি সিনহার নেতৃত্বে সিপিআই(এম) প্রতিনিধিদল। ছবি: উৎপল মজুমদার

প্রতি বছর মালদহের বিস্তীর্ণ এলাকার মানুষ নদী ভাঙন ও বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হন। সব হারিয়ে আশ্রয় নেন অস্থায়ী আস্তানায়। মূলতঃ দু’টি মাস, আগস্ট ও সেপ্টেম্বরে, এই পরিস্থিতি  হয়। তবে এবার জুলাই থেকেই বন্যা ও ভাঙনের কবলে পড়েছেন মানুষ। সমস্যা কৃষি ক্ষেত্রে ও গবাদি পশুর ক্ষেত্রেও। 
জেলার যে ক’টি ব্লক বন্যা ও ভাঙনের কবলে পড়ে তার অন্যতম হল মানিকচক এলাকা। রয়েছে ভুতনি ও গদাই চরও। এই এলাকায় রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েত। যেখানে কয়েক হাজার মানুষের বাস। রয়েছে বিশাল চাষের এলাকা। 
এই এলাকা প্রতি বছর বিধ্বস্ত হচ্ছে  গঙ্গা ও কোশি নদীর কারণে। পাশেই রয়েছে ফুলহর। এইখানে আগস্টের শুরুতেই ভাঙন ও তীব্র জলস্রোত। মূল ভূখণ্ডে নবনির্মিত বাঁধ থেকে নদীর দূরত্ব ১০ থেকে ২০ মিটার। ফলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
এদিকে কালুটনটোলা, কেশবপুর কলোনি ও বসন্তটোলা গ্রামের বন্যা ও ভাঙনের আতঙ্কে প্রায় ৫০০ পরিবার বাঁধের উপর ত্রিপল দিয়ে অস্থায়ী আস্তানা বানিয়ে বাস করছেন। পর্যাপ্ত ত্রাণ নেই। অল্প চিঁড়ে সম্বল করে ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছেন। কখন ভুতনি বাঁধ ভেঙে যাবে সেই আশঙ্কা রয়েছে। 
বৃহস্পতিবার সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহার নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই এলাকায় গিয়ে বানভাসি মানুষের সাথে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। সকলের দাবি ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। শুখা মরশুমে কাজ করতে হবে। বালির বস্তা দিয়ে বন্যা রোধ করা সম্ভব নয়।

Comments :0

Login to leave a comment