কাউন্সিলরকে পাড়ায় সমাধান ক্যাম্পের দায়িত্ব না দিয়ে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতিকে দেওয়া হলো প্রশাসনিক কাজ সামলানোর দায়িত্ব। ঘটনা ঘটেছে কলকাতা পৌরসভার ৯২ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব। দীর্ঘদিনের কাউন্সিলর। তাকে দায়িত্ব না দিয়ে পাড়ায় সমাধানের প্রশাসনিক কাজ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল নেতা অশোক দত্তকে। দায়িত্ব দেওয়া হয়েছে বরোর বৈঠক থেকে।
মধুছন্দা দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘গতকাল হঠাৎ করে বরোর বৈঠক ডাকা হয়। গিয়ে জানতে পারি পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে এই বৈঠক। সেখানে কাউন্সিলরদের পাশাপাশি সরকারি আধিকারিকরাও ছিলেন যারা এই কাজের সাথে যুক্ত। তারা প্রথমে সব কাজ বুঝিয়ে দেয়। তারপর দায়িত্ব বন্টনের সময় বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস জানায় ৯২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বদলে দায়িত্ব সামলাবেন স্থানীয় তৃণমূল নেতা অশোক দত্ত।’’ তিনি আরও বলেন, ‘‘চেয়ারম্যানের কাছে এর ব্যাখ্যা চাইলেও তিনি কোন উত্তর দিতে পারেননি। প্রতিবাদে সভা থেকে আমি ওয়াক আউট করি। তারপর কমিশনারকে চিঠি দিয়েছি বিষয়টি নিয়ে মেয়রকেও চিঠি দেবো।’’
বরো ১০ এর ১২টি ওয়ার্ডের মধ্যে ১১টি তৃণমূলের দখলে। গতকালের সভায় তৃণমূলের সব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে।
কমিশনারকে লেখা চিঠিতে তিনি গোটা ঘটনার উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘সরকারি তহবিল কখনোই দলীয় প্রতিনিধির মাধ্যমে ব্যায় করা যায় না। গণতান্ত্রিক পরিবেশের ওপরে দলীয় রাজনীতির স্বার্থে চরম আক্রমণ। এটা শুধু আমার ওপর আক্রমণ নয়, সারা রাজ্যে গণতান্ত্রিক পরিসর ও অধিকার খর্ব করার অন্যতম নিদর্শন। আমার দাবি, অবিলম্বে এই অসাংবিধানিক, অনৈতিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে একই নিয়মে নির্বাচিত কাউন্সিলরের মাধ্যমে সরকারী প্রকল্পের অর্থ ব্যায় করতে হবে।’
জানা গিয়েছে এদিন ওই ওয়ার্ডে ‘পাড়ায় সমাধান’ হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রস্ততি নিয়েও তা বাতিল করা হয়েছে। সুত্রের খবর পৌর প্রতিনিধির সাথে আচরণ এলাকার মানুষের মধ্যে প্রভাব ফেলেছে।
কলকাতার পৌরসভার দুটি ওয়ার্ড বামপন্থীদের দখলে ৯২ এবং ১০৩। অন্য ওয়ার্ড অর্থাৎ ১০৩ ওয়ার্ডের সিপিআই(এম) কাউন্সিলর নন্দিতা রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত বরো চেয়ারম্যান বা কলকাতা পৌরসভার কোন আধিকারিকের পক্ষ থেকে ‘পাড়ায় সমাধান’ নিয়ে আমার সাথে যোগাযোগ করা হয়নি। কি ভাবে, কি করতে হবে তা জানিনা।’’
KMC
প্রশাসনিক কাজের দায়িত্বে দলের নেতা, বিতর্ক কলকাতা পৌরসভায়

×
Comments :0