Rain

দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি

জেলা কলকাতা

অবশেষে স্বস্তির বৃষ্টি। বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে হাঁসফাঁস করছিল জনজীবন। সকলের একটাই চাওয়া ছিল কবে বৃষ্টির দেখা মিলবে। হাওয়া অফিস জানিয়েছিল শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভোর বেলায় হুগলির বেশ কিছু জায়গায় বৃষ্টি হলেও তা ছিল ছিটেফোঁটা। অবশেষে সোমবার বেলা গড়াতেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় উত্তরপাড়া, চন্দননগর, চুঁচুড়া, জিরাট, বলাগড় সহ জেলার একাধিক জায়গায়।


সামান্য ঝড়ো হাওয়াও বৃষ্টিতে ট্রেন দাঁড়িয়ে রইল চন্দননগর স্টেশনে।প্রায় ২০ মিনিট পর ট্রেন ছাড়ে।
পান্ডুয়া ঝড়ে গাছের ডাল পড়ে আহত আইটিআই ছাত্র। ঝড়ের সময় গাছের ডাল মাথার উপর পড়ে আহত হন পান্ডুয়া গজিনা দাসপুর এলাকার পান্ডুয়া গভারমেন্ট আইটিআই কলেজের ছাত্র তুহিন মালিক। তার মাথার পিছন দিকে আঘাত লেগেছে। তড়িঘড়ি তার সহপাঠীরা তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার চিকিৎসা চলছে। 

তুহিন জানায়, আজ দুপুরে সহপাঠীদের সাথে বসে টিফিন খাচ্ছিলেন। সেই সময়ই হঠাৎ একটি গাছের ডাল তার মাথায় পড়ে। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে রক্তক্ষরণ হতে থাকায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

Comments :0

Login to leave a comment