INDIAN AIR FORCE

অপারেশন সিঁদুরে পাকিস্তানের ছ’টি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে জানালেন বায়ু সেনা প্রধান

জাতীয়

অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তান সেনা বাহিনীর ছয়টি বিমান। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে বায়ু সেনা প্রধান জানান রাশিয়ার এস-৪০০ অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ু সেনাকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে পাকিস্তানের হামলা আটকানোর জন্য। তিনি দাবি করেন ভারতের পক্ষ থেকে পাকিস্তান বাহিনীর ওপর এমন আক্রমণ নামিয়ে আনা হয় যে তারা বাধ্য হয় যুদ্ধ বিরতির আলোচনা করতে। 
বায়ু সেনা প্রধান জানান সরকারের পক্ষ থেকে সেনাকে সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের সময়। 
ছ’টি পাকিস্তানি বিমান ধ্বংসের পাশাপাশি আকাশপথে পাক সামরিক ঘাঁটিতে হামলার সময়েও বেশ কিছু পাকিস্তানি বিমানে ক্ষতি হয়েছে বলে জানান বায়ুসেনা প্রধান অমরপ্রীত। 
মার্কিন যুদ্ধ বিমান এফ ১৬ যেই বিমান ঘাঁটিতে ছিল সেখানে ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে হামলা চালানো হয় বলে জানিয়েছেন বায়ু সেনার প্রধান।

Comments :0

Login to leave a comment