Rain relived south Bengal

বুধ থেকে তাপমাত্রা বাড়লেও ৪০ হবে না, জানাল আবহাওয়া দপ্তর

কলকাতা

চৈত্রের শেষে ও বৈশাখের শুরুতে তাপপ্রবাহের জেরে হাঁসফাঁস  অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। সারা দেশেই একটি তাপ্রপবাহের জের ছিল। ইতিমধ্যেই দেশের বহু রাজ্যে ও শহরে বৃষ্টি হয়েছে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলো সে অর্থে বৃষ্টি না হলেও মেঘলা আকাশ তাপ প্রবাহের হাত থেকে কিছুটা স্বস্তি দিয়েছিল। তবে সোমবার সকাল থেকেই মুখভার ছিল আকাশের। কিছুটা বেলা বাড়তেই কালো মেঘ পুঞ্জীভূত হয় এবং বেলা ১২ টার কিছু পড়েই শহর কলকাতা জুড়ে অবশেষে নেমে আসে স্বস্তির বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি হয় ঘন্টা খানেক তার জেরেই একধাক্কায় ৯ ডিগ্রি নেমে যায় কলকাতার তাপমাত্রা।


আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুধু কলকাতাতেই নয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টি হয় এদিন। ঝাড়খন্ড ও দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরেই আবহাওয়ার এই সুখকর ‘ইউ-টার্ন’। মঙ্গলবারও এমনটাই আবহাওয়া থাকবে তবে বুধবার থেকে কিছুটা পরিবর্তন হবে আবহাওয়ার। বৃষ্টির পরিমান কমবে, বাড়বে তাপমাত্রা, সেক্ষেত্রে ৩৫’র কাছাকাছিই থাকবে। খুব বেশী হলে ৩৭ ডিগ্রি ছুঁতে পারে, তবে সঙ্গে থাকবে হাওয়া। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে মে মাস জুড়ে মাঝে মাঝেই মিলতে পারে স্বস্তির বৃষ্টি। ফলে এপ্রিলের প্রথম দিকে যে তীব্র দাবদাহে পুড়েছিল পশ্চিমবঙ্গ সেই পরিস্থিতি পুনরায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম

Comments :0

Login to leave a comment