Kolkata Metro

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা

কলকাতা

সোমবার ব্যাস্ত সময় প্রায় ৩০ মিনিট বন্ধ থাকলো মেট্রো পরিষেবা। এদিন সকালে চাঁদনি চক মেট্রো স্টেশনে আত্মহত্যাত চেষ্টা করেন এক ব্যাক্তি যার ফলে বন্ধ হয়ে যায় পরিষেবা। দক্ষিণ মুখি সব ট্রেন বন্ধ করে দেওয়া হয়। কাজে বেরিয়ে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ঘটনা ঘটার সাথে সাথেই লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। 

বার বার মেট্রোয় আত্মহত্যার চেষ্টা বিরম্বনায় ফেলছে কর্তৃপক্ষকে। ইতিমধ্যে কালিঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা আটকাতে গার্ডরেল লাগানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। কলকাতার বাকি স্টেশন গুলোয় এই ধরনের কোন পদক্ষেপ নিতে এখনও দেখা যায়নি।  

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন