Buddhadeb Bhattacharya

বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি স্মরণে হবে প্রবন্ধ প্রতিযোগিতা

রাজ্য

আগামীকাল বেলা ৩:৩০ প্রয়াত সিপিআই(এম) নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে সিপিআই(এম) রাজ্য সদর দপ্তর মুজফফর আহমেদ ভবনে। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘আগামীকাল ৮ আগস্ট প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করা হবে। রাজ্যবাসী যারা তার অভাব বোধ করছেন তারা কাল তাঁকে স্মরণ করবে রাজ্য জুড়ে। ঘরোয়া ভাবে কাল রাজ্য দপ্তরে কর্মসূচি পালিত হবে।’ 
তিনি বলেন, ৮ আগস্ট -১২ সেপ্টেম্বর সীতারাম ইয়েচুরির প্রয়াণ দিবস পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হবে। রাজ্য জুড়ে হবে আলোচনা সভা। সেলিম জানিয়েছেন ৮ আগস্ট -১২ সেপ্টেম্বর হবে প্রবন্ধ প্রতিযোগিতা। গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে ছাত্র ছাত্রীরা তাদের লেখা প্রবন্ধ জমা দেবেন। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে। এই প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট বিষয় থাকবে বলে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment