Gulmarg

গুলমার্গে হিমবাহ ধ্বসে মৃত্যু দুজনের

জাতীয়

কাশ্মীরের গুলমার্গে হিমবাহ ধ্বসের কারণে আটকে পড়েছেন বহু পর্যটক। গত ২৯ জানুয়ারি গুলমার্গের স্কাই রিসোর্ট থেকে করা একটি ভিডিওতে দেখা যায় যে, বহু পর্যটক হিমবাহ ধ্বসের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে গিয়ে আটকে গিয়েছেন। 

সূত্রের খবর উদ্ধার কাজ শুরু হলেও তুষার পাতের কারণে অনেক সময় কাজ বন্ধ রাখতে হচ্ছে। কাজে বিঘ্ন হওয়ায় এখনও পর্যন্ত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এখনও একজন মহিলা এবং শিশুর মৃত্যুর খবর জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন