V-Day verdict withdrawn

গরুকে আলিঙ্গনের নিদান প্রত্যাহার করলো পশু কল্যাণ বোর্ড

জাতীয়

সমালোচনার মুখে পড়ে ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে আলিঙ্গন করার নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হলো পশু কল্যাণ বোর্ড। ভ্যালেন্টাইনস ডে তে গরুকে আলিঙ্গন করার নিদান জারি করে পশু কল্যাণ বোর্ড। নির্দেশিকা জারি হওবার পর সোশাল মিডিয়ায় মিমের চালাচালি শুরু হয়। পশু কল্যাণ বোর্ড পশুপালন মন্ত্রকের অধীনে আসে, যার নেতৃত্বে বিজেপির পরশোত্তম রুপালা।

বোর্ডের সচিব এস কে দত্ত এক বিবৃতিতে বলেছেন, ‘‘পশু পালন মন্ত্রকের নির্দেশ অনুসারে ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন দিবস উদযাপনের জন্য ভারতের পশু কল্যাণ বোর্ড কর্তৃক জারি করা আবেদন প্রত্যাহার করা হয়েছে।’’

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন