মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশ পুলিশের ১১ জন উপমহাপরিদর্শকসহ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদের ৭৬ আধিকারিককে বদলি করেছে ইউনুস সরকার।
ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার এতজন আধিকারিককে এক দফায় বদলির নির্দেশে প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
বাংলাদেশের জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ওএসডি পদে আসীন এই পুলিশ আধিকারিকরা রাজধানী ঢাকাতেই ছিলেন। তাঁরা প্রায়ই হোয়াটস আপে ভার্চুয়াল বৈঠক করতেন। শেখ হাসিনা সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এই আধিকারিকদের একটি অংশ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছিলেন। গোয়েন্দাদের কাছে তেমন তথ্য এসেছে বলে দাবি সূত্রের।
প্রশাসনিক স্তরে এমন অভিযোগও তোলা হয়েছে যে প্রশাসনিক যোগাযোগকে কাজে লাগিয়ে সরকারের গোপন ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে পাচার করার চেষ্টা চলছিল। ২০২৪-এ শেখ হাসিনা সরকারের নির্দেশে জুলাই অভ্যুত্থান বন্ধ করার নির্দেশ পালন করেছিলেন এই আধিকারিকরা।
এদিকে যাদের নতুন করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক। এ বিষয়ে মন্ত্রকে একটি সূত্র জানায়, এখনও পুলিশ সদর দপ্তর থেকে পলাতক কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা জননিরাপত্তা বিভাগে সরবরাহ করা হয়নি। সেই কারণে ৭৬ জনের তালিকায় কয়েকজন পলাতক কর্মকর্তার নাম থাকতে পারে।
তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অবস্থান ভিন্ন। সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, পলাতক কর্মকর্তাদের তালিকা তারা আগেই জননিরাপত্তা বিভাগে পাঠিয়েছে। সর্বশেষ গত ২৪ জুলাই ৪৩ জন পলাতক কর্মকর্তার একটি তালিকাও প্রেরণ করা হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।
Comments :0