Indonesia landslide

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক

Indonesia landslide

ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টির কারণে ভূমিধসে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার ইন্দোনেশিয়ায় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় রাইয়ু দ্বীপ থেকে ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। সোমবার প্রবল বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে। অত্যধিক বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির কারণে উদ্ধার কার্য বিঘ্নিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে দ্বীপপুঞ্জের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন