মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকবাজের হামলা। রবিবার ক্লাব কিউ নামের একটি সমকামী নাইটক্লাবে বন্দুক হামলায় পাঁচজন প্রাণ হরিয়েছেন। জখম হয়েছেন ১৮ জন। পুলিশ জানিয়েছে, নাইট ক্লাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন বন্দুকবাজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ। সন্দেহভাজন এক ব্যক্তিকে আহত অবস্থায় আটক করা হয়। হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলাকারীকে। মার্কিন পুলিশ জানিয়েছে বন্দুকবাজের হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন। তাদের চিকিৎসা চলছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্দুক হামলার কড়া নিন্দা করেছেন নাইটক্লাব কর্তৃপক্ষ। নাইটক্লাব হামলার বিষবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
 
Nightclub Shooting
মার্কিন নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৫
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0