COPPA ITALIA

৫১বছর পর খেতাব জিতল বোলোগনা

খেলা

১৯৭৪সালের পর প্রায় ৫১বছর পর কোপা ইতালিয়া ট্রফি জিতল বোলোগনা। বৃহস্পতিবারের রাত কখনোই ভুলতে পারবেননা ' রোসসোব্লু ' ( বোলোগনা সমর্থকদের ডাক নাম ) সমর্থকরা। এসি মিলানকে হারাল ভিনসেনজিও ইতালিয়র দল। দ্বিতীয়ার্ধের ৫৩মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন ডিয়ান নডে। ১৯৭৪সালে শেষবার কোপা ইতালিয়া জিতেছিল বোলোগনা। তারপর জিতল ২০২৫সালে। ১৯৬৪সালে শেষবার তারা ইতালিয়ান লিগ ' সিরি এ ' জিতেছিল । মোট ৭টি খেতাব জিতেছে তারা। তবে বৃহস্পতিবার স্টাডিও অলিম্পিকো স্টেডিয়ামের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রিয় দলের কয়েকযুগ পর এই খেতাব জয়ে আবেগান্বিত হয়ে পড়েছিলেন সমর্থকরা। ২০০৩সালে শেষবার কোপা ইতালিয়া জিতেছিল মিলান।  প্রায় ২২বছর পর এই খেতাব জয়ের স্বপ্নের সলিল সমাধি ঘটালো বোলোগনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান যেখানে চ্যাম্পিয়ন্স লিগ এবং ' সিরি এ ' জিতে দ্বিমুকুট জয়ের স্বপ্নে বিভোর । সেখানে এসি মিলানের এই মরশুমটা রইল হতাশায় ভরা। 

Comments :0

Login to leave a comment