BOOKTOPIC — PRODOSH KUMAR BAGCHI — BASIRHAT CHARCHA— NATUNPATA | 24 NOVEMBER 2025, 3rd YEAR

বইকথা — প্রদোষকুমার বাগচী — বসিরহাট চর্চায় অমূল্য সংযোজন — নতুনপাতা — ২৪ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

BOOKTOPIC  PRODOSH KUMAR BAGCHI   BASIRHAT CHARCHA NATUNPATA  24 NOVEMBER 2025 3rd YEAR

বইকথা 

নতুনপাতা

বসিরহাট চর্চায় অমূল্য সংযোজন

প্রদোষকুমার বাগচী

২৪ নভেম্বর ২০২৫, বর্ষ ৩


কেবল জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ইতিহাস চর্চাই সব নয়,  স্থানীয় ইতিহাস চর্চারও প্রয়োজন আছে। ইদানীং স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব বাড়ছে। এটি এখন স্বতন্ত্র বিষয় হিসাবেও বিবেচিত হচ্ছে। তাই কোচবিহারের রাজা ও রাজবাড়ির ইতিহাস থেকে শুরু করে মেদিনীপুরের ইতিহাস, চব্বিশ পরগনার ইতিহাস, নদীয়া জেলার ইতিহাসের মতো বইয়ের সঙ্গে সঙ্গে স্থানিক স্তরে বেহালার ইতিহাস, সোনারপুরের ইতিহাসের মতো বইও এখন গ্রন্থাগারে লভ্য।  বর্তমানে স্থানিক ইতিহাস চর্চার ধারাটিও ক্রমশ পল্লবিত হওয়ায় কোনও কোনও বইয়ের একাধিক সংস্করণও প্রকাশিত হচ্ছে। তেমনই একটি বই পান্নালাল মল্লিকের সম্পাদনায় প্রকাশিত ‘বসিরহাট মহকুমার ইতিকথা’। ইতোমধ্যে বইটির ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয়েছে। সম্পাদক সহ ৫১ জন বিদগ্ধ লেখকের লেখা সংকলিত হয়েছে এই বইয়ে। বসিরহাট মহকুমার আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ও লৌকিক ইতিহাসের অমূল্য সংকলন এই গ্রন্থটি। 
বসিরহাট মহকুমার ইতিকথা। সম্পাদক : পান্নালাল মল্লিক। স্বদেশ। (ষষ্ঠ সং)। বসিরহাট—৭৪৩৪১১। ২০২২। ৬০০ টাকা।

Comments :0

Login to leave a comment