অবশেষে। নিজের ৩১বছরের ক্যারিয়ারে প্রথম ট্রফি জিতলেন কেন। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা জিতলেন তিনি। রবিবার বুন্দেসলিগার ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুরসেন ফ্রেইবুর্গের সঙ্গে ড্র করার পরই নির্ধারিত হয়ে যায় বুন্দেসলিগার চ্যাম্পিয়ন। এই ড্রয়ের ফলে ৩২ম্যাচে ৬৮পয়েন্ট হল জাভি আলোন্সোর দলের। বায়ার্ন রয়েছে ৭৬পয়েন্টে। বাকি দুটি ম্যাচে বায়ার্ন হেরে গেলে এবং লেভারকুরসেন জিতে গেলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৭৪। অর্থাৎ ২পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হবে সেই বায়ার্নই। তাই দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতল ভিনসেন্ট কোম্পানির দল। সেই সঙ্গে সঙ্গে প্রথম ট্রফিও জিতে ফেললেন হ্যারি কেন। ভাগ্যের শিকে ছিঁড়ল তার। টটেনহ্যামের হয়ে ২০১৪-১৫মরশুমে রানার্স , ২০১৮-১৯ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স , ২০২০ ও ২০২৪ এর ইউরো কাপের রানার্স এবং ২০১৮-১৯ এর নেশনস লিগের তৃতীয় স্থান পাওয়ার শিরোপা জিতলেন হ্যারি। বায়ার্নের আগামী ম্যাচ রয়েছে আগামী ১০মে ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনাতে বরুসিয়া মঞ্চেনগ্লোডব্লেখের সঙ্গে। সেইদিনই চ্যাম্পিয়নদের হাতে উঠবে বুন্দেসলিগার শিল্ড।
BUNDESLIGA
প্রথম শিরোপা হ্যারি কেনের

×
Comments :0