রাষ্ট্রপতি বলেছেন অর্থনীতি এবং দেশ সুস্থিত। আর্থিক সমীক্ষায় বলা হলো উৎপাদন বৃদ্ধির হার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতে। 
মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতে রীতি অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরই আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন।
                        
                        
সমীক্ষায় পূর্বাভাস, আগামী ২০২৩-২৪ অর্থবর্ষে উৎপাদন বৃদ্ধির হার হবে ৬ থেকে ৬.৮ শতাংশ। চলতি অর্থবর্ষ, ২০২২-২৩ শেষ হবে মার্চে। সমীক্ষার অনুমান চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার দাঁড়াবে ৭ শতাংশে। 
বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে ৭ শতাংশেই পৌঁছালো কিনা তা বোঝা যাবে মার্চের পর বিশদ হিসাব কষে। 
সমীক্ষায় বলা হয়েছে, চলতি অর্থবর্ষের তুলনায় সামনের অর্থবর্ষে উৎপাদন বৃদ্ধির হার কমলেও অঙ্কের বিচারে গুরুত্বপূর্ণ সব অর্থনীতির তুলনায় এগিয়ে থাকবে ভারত।
                        
                        
বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা এড়িয়ে যায়নি সমীক্ষা। বলা হয়েছে, সেই কারণেই বৃদ্ধির হার কমতে পারে। আন্তর্জাতিক অর্থনীতিতে সঙ্কটের কারণে কমতে পারে ভারতের রপ্তানি। 
  
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0