Kalyani

কল্যাণীতে বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জেলা

ষষ্ঠীর দুপুরে ঢাকের আওয়াজে বিষাদের কান্না। অনিয়ন্ত্রিত বাইকের তান্ডব কেড়ে নিলো ষাটোর্ধ্ব
সীতা মণ্ডলের প্রাণ। কল‍্যাণী মাঝেরচর ৭নং ওয়ার্ডের বাসিন্দা। 
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে রবিবার দুপুরে একটি দ্রুত গতিতে আসা মটরসাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে জ্ঞান হারান তিনি। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেএনএম হাসপাতালে নিয়ে যায়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার পরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষজন। তাদের বক্তব্য গত কয়েক বছর ধরেই কলকাতার পুজোর ভিড়কে টেক্কা দিচ্ছে কল্যাণী। পুজোর দিনগুলিতে এখানে প্রতিদিন বহু মানুষের সমাগম হচ্ছে। ভিড় এতটাই যে, স্থানীয় মানুষের রাস্তায় চলাচল করতে সমস্যা হচ্ছে। টোটো, গাড়ি ও বাইকের দাপট বেড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ কল্যণীতে আসছেন পুজো দেখতে। সেই কারণেই কল্যাণী শহরে বেপরোয়া বাইক , অটো টোটোর দাপট বেড়েছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষভ উগরে দিয়ে তাঁরা বলেন, বেপরোয়া বাইকের ধাক্কায় কল‍্যাণী মাঝেরচর ৭নং ওয়ার্ডের এই পরিবার তাদের প্রিয়জনকে হারালেন। এর দায় কে নেবে। প্রশাসনকে বিষয়টি কঠোরভাবে দেখা উচিত।

Comments :0

Login to leave a comment