সুপার কাপ থেকে ছিটকে গেল মোহনবাগান। মানালো মার্কেজের দল গোয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হল সবুজ মেরুন। ব্রিসনের গোলে গোয়া এগিয়ে গেলেও আশিকের পাস থেকে গোল শোধ দেন সুহেল। দ্বিতীয়ার্ধের গোক্রক্ষক ধীরাজের পর পর দুটি ভুলেই গোল হজম করে মোহনবাগান। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গুয়ারোচেনা এবং ৫৮ মিনিটে কর্নার থেকে গোল বোরহার। অবশেষে দ্বিমুকুট জিতেই মরশুম শেষ হল মোহনবাগানের।
Kalinga Super Cup
সুপার কাপ থেকে ছিটকে গেল মোহনবাগান

×
Comments :0