Gaza

গাজায় সংঘর্ষবিরতির আলোচনা শুরু মিশরে, চলছে হত্যাও

আন্তর্জাতিক

মিশরে শরম আল শেখে শুরু হয়েছে সংঘর্ষবিরতির আলোচনা। প্রতিনিধিদল পাঠিয়েছে প্যালেস্তাইনের প্রতিরোধী সংগঠন হামাস। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন সোমবারই মিশরে পৌঁছেছে তাঁর প্রতিনিদিল। কিন্তু গাজায় তাঁর সেনা গণহত্যা চালিয়ে যাচ্ছে সমানে।
৩ অক্টোবর থেকে গাজায় অন্তত ১০৩ জনকে হত্যা করেছে ইজরায়েলের সেনা। সোমবার গাজায় সেনার হামলায় নিহতদের মধ্যে রয়েছে ত্রাণের জন্য সারিতে দাঁড়ানো বিপন্নরাও। গাজার বিভিন্ন এলাকায় বিমানহানা চালাচ্ছে ইজরায়েল। উদ্বাস্তু শিবিরে বোমা ফেলছে ইজরায়েলের ট্যাঙ্কও। 
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় সংঘর্ষবিরতির পক্ষে কুড়ি দফা প্রস্তাব ঘোষণা করেছিলেন আগেই। বন্দি বিনিময়ের মতো শর্তে হামাস রাজি হলেও একাধিক প্রস্তাব নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল এই সংগঠন।
উল্লেখ্য, ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রস্তাবে হামাসকে অস্ত্র, এমনকি গাজা ছাড়তে বলা হয়েছে। গাজার প্রশাসনিক দায়িত্ব নেওয়ার প্রস্তাব রয়েছে ট্রাম্পের ঠিক করা প্রযুক্তিবিদদের। ‘আন্তর্জাতিক স্থিতিকরণ বাহিনী’ মোতায়েনের প্রস্তাবও রয়েছে। রাষ্ট্রসঙ্ঘের বদলে এই প্রস্তাব ঠিক করে দিচ্ছেন ইজরায়েলের প্রধান মদতদাতা আমেরিকার রাষ্ট্রপতি। 
হামাস দাবি করেছে, সংঘর্ষবিরতির জন্য পাকাপাকিভাবে ইজরায়েলকে গাজা থেকে সরতে হবে। এর আগে সাময়িক সংঘর্ষ বিরতির পর ইজরায়েলের বাহিনী পের ঢুকে পড়ে হামলা চালিয়েছে।

Comments :0

Login to leave a comment