উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তী ২৪ ঘন্টায় উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা হয়ে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গে প্রচুর মাত্রায় সাগরের জলীয়বাষ্প প্রবেশ করছে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার ও বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার সংলগ্ন জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও আকস্মিকভাবে স্বল্পস্থায়ী তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট।
দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলোতেও হবে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন জেলায়। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট। কিন্তু বিক্ষিপ্ত ভাবে উত্তরের সব জেলাতে হালকা বৃষ্টিপাত হবে।
Comments :0