Saana Houthi

প্রধানমন্ত্রীকে হত্যা, ইজরায়েলকে পালটা আঘাতের দাবি হউথিদের

আন্তর্জাতিক

হউথিদের প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইজরায়েল। এবার লোহিত সাগরে ইজরায়েলের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানালো হউথি গোষ্ঠী। 
আমেরিকা-ইজরায়েল বিরোধী ইয়েমেনের এই গোষ্ঠী জানিয়েছে যে জুলাইয়ে এমনই দু’টি ট্যাঙ্কারে চালানো হয়েছিল আক্রমণ।
গাজায় ইজরায়লের গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানায় বিপুল জমায়েত হয়েছে। সানা হউথি গোষ্ঠীর দখলে। 
গত শনিবার এই গোষ্ঠী জানায় যে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহায়ি এবং মন্ত্রীসভার একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। হউথি নেতা আবদেল মালিক আল হউথি নিহতদে শহীদ আখ্যা দিয়ে বলেছেন সভ্যতার ওপর বর্বর আক্রমণই চালিয়ে আসছে ইজরায়েল। মন্ত্রী এবং আধিকারিকদের হত্যা করাই ইজরায়েলের আসল লক্ষ্য।
ইজরায়েলের হামলার পর গুপ্তচর বৃত্তির অভিযোগে সানায় রাষ্ট্রসঙ্ঘের কয়েকজন কর্মীকে আটক করে হউথি প্রশাসন। রাষ্ট্রসঙ্ঘ এই অভিযোগ অস্বীকার করেছে।

Comments :0

Login to leave a comment