রবিবার তুরস্কের বেশ কয়েকটি শহর জুড়ে লক্ষ লক্ষ মানুষ প্যালেস্তিনীয়দের সমর্থনে এবং গাজায় পৌঁছানো ত্রাণবহরের সমর্থনে মিছিল করেছেন। এছাড়াও নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামেও বিক্ষোভে নামেন জনতা। 'স্টপ জেনোসাইড' লেখা ব্যানার নিয়ে তারা প্রতিবাদ জানান।
তুরস্কের ইস্তাম্বুলের বৃহত্তম বিক্ষোভে দেখা গেছে এই সময় কালে। সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইজরায়েলের ধ্বংসলীলার বিরুদ্ধে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইজরায়েল। যার দুবছর পর ইউরোপীয় শহরগুলিতে বৃহৎ বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। এই দুবছরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় ৬৭ হাজারেরও বেশি প্যালেস্তিনীয়দের নিহত হয়েছেন।
ত্রান বাহী নৌবহর ফ্লোটিলার উপর আক্রমণের ও প্রতিবাদ করা হয় এ দিন। বহু মানুষ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন।
যুদ্ধ বিরতি উপেক্ষা করে মুহুর্মুহু বোমাবর্ষণ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনা। গাজার স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার ১৯ জন প্যালেস্তিনীয়দের গুলি করে খুন করেছে ইজরায়েলের সামরিক বাহিনী।
Comments :0