বুধবার রাত ১২:৩০ টায়( বৃহস্পতিবার ) চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমির প্রথম পর্বের ম্যাচে স্যান সিরোতে নামবে ইন্টার মিলান ও বার্সিলোনা। কোপা দেল রে জয়ের পর টগবগিয়ে ফুটছে ফ্লিকের দল। এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম প্রধান দাবিদার তারা। লামিন ইয়ামাল ,পেড্রি , গাবি , রাফিনহা , লেওয়ানডস্কিরা তৈরি ইতালিয়ান রক্ষণ ভেদ করার জন্য । অন্যদিকে এই প্রতিযোগিতার ' ডার্ক হর্স ' হল ইন্টার মিলান। সিমোন ইনজাঘির দল খেলছে ২০২৩ মরশুমের মত। সেবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি তাদের। তাই এবার আর সেই সুযোগ মিস করতে চাননা তারা। তবে শেষ কয়েকটি ম্যাচে হোঁচট খেয়েছে লাউতারো মার্টিনেজ , মার্কোস থুরাম , কালংগলু , পাভার্ডদের ইন্টার। সিরি 'এ ' তে তারা হেরেছে রোমার কাছে। এই মুহূর্তে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের সামনে প্রবলতর প্রতিপক্ষ বার্সিলোনা। দেখা যাক কোন বিশেষ কৌশলে এই স্প্যানিশ জায়ান্টদের মোকাবিলা করতে পারে ' নেরাজজুরি 'রা । প্রথম সেমির প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে পিএসজির কাছে হেরেছে আর্সেনাল। ৪মিনিটে ওসমান ডেম্বেলের গোলেই জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন।
UEFA Champions League
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের মুখোমুখি বার্সা

×
Comments :0