UEFA CHAMPIONS LEAGUE

বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

খেলা

INTER vs BARCELONA ছবি সৌজন্য - ইন্টার মিলান অফিসিয়াল ফেসবুক পেজ

বুধবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে বার্সিলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে চলে গেল ইন্টার মিলান। প্রথমার্ধের ২১ মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষের ঠিক আগে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান কালহনগোলু। দ্বিতীয়ার্ধের ৫৪ ও ৬০ মিনিটে গার্সিয়া ও ওলমোর গোলে দুর্দান্ত কামব্যাক করেন বার্সিলোনা। ৮৭ মিনিটে গোল করে আবার বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। যখন সবাই ধরেই নিয়েছে যে বার্সিলোনাই উঠতে চলেছে ফাইনালে । ঠিক তখনই অ্যাকেরবি গোল করে সমতা ফেরান ইন্টারের। ৩-৩ স্কোরলাইনের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের দিকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ৯৯ মিনিটে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় ইন্টার । সবশেষে ৪-৩ গোলে জিতে ফাইনালের টিকিট পাকা করে ইন্টার মিলান। ২০০২-০৩ মরশুমে কোয়ার্টারে জুভেন্টাস, ২০০৯-১০ মরশুমে সেমিফাইনালে ইন্টার মিলান, ২০১৬-১৭ মরশুমে জুভেন্তাস এবং ২০১৮-১৮ মরশুমে রোমার মতো ইতালিয়ান দলগুলিই এর আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় জানিয়েছে বার্সিলোনাকে। অর্থাৎ এই মরশুমে আর ত্রিমুকুট জয় হলনা ফ্লিকের। লালিগা জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে।

Comments :0

Login to leave a comment