বুধবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে বার্সিলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে চলে গেল ইন্টার মিলান। প্রথমার্ধের ২১ মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষের ঠিক আগে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান কালহনগোলু। দ্বিতীয়ার্ধের ৫৪ ও ৬০ মিনিটে গার্সিয়া ও ওলমোর গোলে দুর্দান্ত কামব্যাক করেন বার্সিলোনা। ৮৭ মিনিটে গোল করে আবার বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। যখন সবাই ধরেই নিয়েছে যে বার্সিলোনাই উঠতে চলেছে ফাইনালে । ঠিক তখনই অ্যাকেরবি গোল করে সমতা ফেরান ইন্টারের। ৩-৩ স্কোরলাইনের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের দিকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ৯৯ মিনিটে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় ইন্টার । সবশেষে ৪-৩ গোলে জিতে ফাইনালের টিকিট পাকা করে ইন্টার মিলান। ২০০২-০৩ মরশুমে কোয়ার্টারে জুভেন্টাস, ২০০৯-১০ মরশুমে সেমিফাইনালে ইন্টার মিলান, ২০১৬-১৭ মরশুমে জুভেন্তাস এবং ২০১৮-১৮ মরশুমে রোমার মতো ইতালিয়ান দলগুলিই এর আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় জানিয়েছে বার্সিলোনাকে। অর্থাৎ এই মরশুমে আর ত্রিমুকুট জয় হলনা ফ্লিকের। লালিগা জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে।
UEFA CHAMPIONS LEAGUE
বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

×
Comments :0