Salim

ট্রাম্পের মোকাবিলায় কাছে আসতে হবে ভারত চীন রাশিয়াকে: সেলিম

রাজ্য কলকাতা

"চীন আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের সীমান্ত নিয়ে সমস্যা আছে। সংঘর্ষ নয়, আলোচনার মাধ্যমে প্রতিবেশীর সঙ্গে বিরোধের সমাধান করতে হয়। দীর্ঘ দিন ধরে আমরা এই কথাই বলে আসছি। সংঘর্ষের মাসুল আমাদের দিতে হয়েছে অতীতে, এখন সমন্বয়ের সুফল নিতে হবে।" 
সোমবার ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। (দেখুন ভিডিও)
সেলিম বলেন, ‘‘আমরা বলছি মার্কিন সাম্রাজ্যবাদের দাপাদাপি এশিয়ায় কমাতে হলে রাশিয়া, চীন ও ভারতকে কাছাকাছি আসতে হবে।  ‘ব্রিকস-র দেশ, যেমন ভারত রাশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা চীনকে কাছাকাছি আসতে হবে।’’
সেলিম বলেছেন, ‘‘পশ্চিম এশিয়ায় কাতার, সৌদি আরব আমেরিকার সাথে বন্ধুত্ব করে রেখেছে। আর আমেরিকার মদতে ইজরায়েল পশ্চিম এশিয়ায় আধিপত্য বাড়াচ্ছে। শুধু গাজায় গণহত্যা করছে তা না ইয়েমেনে গোটা ক্যাবিনেটকে ধ্বংস করেছে বোমা ফেলে, ইরানের উপর বোমা ফেলেছে ইজরায়েল।’’
সেলিম বলেন, ‘‘লাতিন আমেরিকার দেশগুলি যদি আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে এককাট্টা হতে পারে তাহলে এশিয়ায় তা হবে না কেন?’’

Comments :0

Login to leave a comment