একটি স্থানীয় আদালতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বরাষ্ট্র) অজয় কুমার মিশ্র 'টেনি'-এর ছেলে আশীষ মিশ্র (Ashish Mishra) সহ ২০২১ সালের লখিমপুর হিংসা মামলায় (Lakhimpur violence case) ১৩ অভিযুক্তের মুক্তির আবেদন খারিজ।
                        
                        
সরকারের আইনজীবী অরবিন্দ ত্রিপাঠি বলেছেন, অতিরিক্ত জেলা জজ আই সুনীল কুমার ভার্মার আদালত গত বছরের ৩ অক্টোবরের হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ হিসেবে ৬ ডিসেম্বর ধার্য করেছে।  এদিন অভিযুক্তদের আবেদনের শুনানি শেষে আদালত ১৩ আসামির আবেদন খারিজ করে দেয়।
                        
                        
আশিস মিশ্র এই ঘটনার প্রধান অভিযুক্ত। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের একটি গাড়ি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় চারজন কৃষককে পিষে ফেলেছিল বলে অভিযোগ। ঘটনার প্রতিক্রিয়ায় দুই বিজেপি কর্মী এবং একজন চালককে পিটিয়ে হত্যা করা হয়, এবং হিংসায় একজন স্থানীয় সাংবাদিক নিহত হন।
Lakhimpur violence
আদালতে খারিজ আশীষ মিশ্রর মুক্তির আবেদন
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0