Lok Sabha Election 2024

উর্বশী ব্যানার্জির সমর্থনে কাঁথিতে প্রচার চলল সারাদিন

রাজ্য লোকসভা ২০২৪

দু দিন পর ২৫ মে শনিবার ষষ্ঠ দফার নির্বাচন কাঁথি লোকসভা কেন্দ্রের। নরঘাট নদীর উত্তর প্রান্ত থেকে বঙ্গোপসাগরের উপকুল দীঘা পর্যন্ত বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ব্যানার্জির সমর্থনে প্রচারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। কাঁথি লোকসভার সাতটি বিধান সভা এলাকা জুড়ে পোষ্টার, ব্যানারে ব্যাপক প্রচারের কর্মসূচি গ্রহণ করে বামফ্রন্টও কংগ্রেসের কর্মী সমর্থকরা। ভয়-ভীতি সন্ত্রাসকে উপেক্ষা করে এদিন তৃণমূল, বিজেপির সন্ত্রাস কবলিত ভগবানপুরে অর্জুন নগর, খেজুরি, মারিশদা অঞ্চলের ভাজা চাউলী, শুনিয়া অঞ্চলে প্রচার হয়েছে। কোথাও পায়ে হেঁটে মিছিল, কোথাও সাইকেল, মোটরসাইকেল ,অটো, টোটো র্যাকলি মানুষের স্বতঃস্ফূর্ত প্রচার অভিযান চলেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন দুর্নীতি এবং কালোবাজারিকে রুখে দেয়ার জন্য। প্রচারের শেষ দিনে চন্ডিপুর,পটাশপুর ,ভগবানপুর, খেজুরি, কাঁথি, রামনগর এর মানুষ বিজেপি এবং তৃণমূলের বঞ্চনার যোগ্য উত্তর দেয়ার জন্য তৈরি হয়ে গেছে। 
কংগ্রেস প্রার্থী উর্বশী ব্যানার্জি ভট্টাচার্য, সিপিআই(এম) নেতা হিমাংশু দাস, সুব্রত পন্ডা, সত্য রঞ্জন দাস, ভরত মাইতি, আশিষ প্রামাণিক, হরপ্রসাদ ত্রিপাঠী,কংগ্রেস নেতা মানস কর মহাপাত্র, শিউ মাইতি সহ গ্রাম, অঞ্চল ব্লক নেতৃত্ব শেষ প্রচার কর্মীদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির তৃণমূলের বোমা বন্দুক খুন জখমের রাজনীতি বন্ধ করতে। কাঁথি লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ অশান্তি হিংসার রাজনীতি চায় না। তাই বুথ আগলে গনতন্ত্রকে সুনিশ্চিত করার স্লোগান তুলছে, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে। তারা এবার কংগ্রেস প্রার্থী ঊর্বশী ব্যানার্জির সমর্থনে প্রচার চালালেন।

Comments :0

Login to leave a comment