Lok Sabha Election 2024

সোনামণি টুডুকে জয়ী করার আহ্বান জানিয়ে শেষ প্রচার পুরুলিয়ায়

রাজ্য লোকসভা ২০২৪

সাতসকালে পাড়ার মহিলারা সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখেছেন। কারণ একটাই। প্রচারের শেষ বেলায় তাদের এলাকাতে আসবেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সোনামনি টুডু। পুরুলিয়ার জঙ্গলমহল মানবাজার ২ ব্লকের বড়গোড়িয়া গ্রাম। ঘরের মেয়ে ঘরে আসার সাথে সাথে আদিবাসী প্রথায় বরণ করে নেওয়া হলো। তারপর চলল ঘরে ঘরে প্রচার আর মিছিল। মানুষজন যেচে এসে এলাকার সমস্যার কথা বললেন। মানবাজার দুই ব্লকের জামতোরিয়া ,বড়গড়িয়া হয়ে প্রার্থী পৌঁছল বামপন্থীদের রক্ত ঝরা বান্দোয়ানের কুইলাপাল, চিরুনি, কুঁচিয়া। জায়গায় জায়গায় পথসভা। সে পথ সভায় বক্তারা তুলে ধরলেন এলাকার সমস্যার কথা। যে সমস্যা নিয়ে এলাকার তৃণমূলের বিধায়ক কিংবা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিদায় সাংসদ কেউ কোনদিন সরব হননি। জানতে চাননি মানুষের দৈনন্দিন সমস্যার কথা। বামফ্রন্ট সরকারের আমলে বান্দোয়ানের কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল হিমঘর। ২০১১ সালের পর থেকে সে হিমঘর তালা বন্ধ। জঙ্গলমহলের এইসব এলাকার প্রান্তিক মানুষদের জীবন জীবিকা হচ্ছে কেন্দুপাতা বিক্রি করা। একসময় বামফ্রন্ট সরকারের আমলে আদিবাসী এলাকায় যে সমস্ত ল্যাম্পস ছিল, সেখানেই মানুষ ন্যায্য দরে, কেন্দুপাতা সংগ্রহ করে এনে বিক্রি করতেন। এখন সেসব ল্যাম্পস বন্ধ। ফড়েদের কাছে বিক্রি করতে বাধ্য হন তারা। একটার পর একটা আদিবাসী হোস্টেল বন্ধ। সে নিয়ে কেন্দ্রের শাসক দল বা রাজ্যের শাসক দলের কোনরকম মাথা ব্যাথা নেই। পথসভায় বক্তারা এই সমস্ত সমস্যার তুলে ধরে বলেন একমাত্র বামপন্থী সাংসদরাই লোকসভায় দাঁড়িয়ে মানুষের জন্য কথা বলেন। তাই আগামী লোকসভা নির্বাচনে সোনামণি টুডুকে জয়ী করার আহ্বান জানানো হয়। শেষ বেলার প্রচারে প্রার্থী সোনামনির সঙ্গে উপস্থিত ছিলেন মহ:  ইব্রাহিম, রথু সিং ,সুশান্ত বেসরা, জগবন্ধু মান্ডি, অমল বেশরা প্রমূখ।
 

Comments :0

Login to leave a comment