INDIAN COACH MARQUEZ

ভারতের নতুন কোচ মার্কেজ

খেলা

ভারতীয় ফুটবল দলের কোচ হলেন মনালো মার্কেজ। বার্সেলোনায় জন্ম বছর পঞ্চান্নের এই কোচ স্পেনের লা লিগার লাস পালমাস বি, লাস পালমাসে কোচিং করিয়েছেন। 

২০২১ সালে আইএসএল-এ হায়দরাবাদের হাত ধরে অভিষেক হয় মার্কেজের। তারপর এফসি গোয়ায় কোচিং করানোর পর তাঁকে দায়িত্ব দেওয়া হলো ভারতীয় ফুটবল দলের। 

২০২১-২২ তাঁর কোচিংয়ে আইএসএল জিতেছিলেন হায়দরাবাদ। এছাড়াও ২০২২ এ পেয়েছিলেন ইএসপিএনের সেরা ভারতীর কোচের আখ্যা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন