সোমবার ওয়াংখেরেতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই গত ম্যাচে হেরেছে। সোমবার মুখোমুখি হতে চলেছে বর্তমান ভারতীয় ক্রিকেটের দুই তারকা রোহিত এবং বিরাট। সোমবারের ওয়াংখেরে তাই প্রতক্ষ্য করবে এই দুই সেরার লড়াইও। ৩৩টি মুখোমুখি সাক্ষাতে মুম্বই জিতেছে ১৯বার এবং ১৪বার জিতেছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর মিডল অর্ডারকে ভাঙতে মুম্বইয়ের বাজি হতে পারে সেই বুমরাই। অন্যদিকে হ্যাজেলউড , ভুবনেশ্বররা রয়েছেন মুম্বই দলে। দুই তারকারই লক্ষ্য থাকবে প্রথমে ব্যাট করে যত বেশি সম্ভব রান তুলে নেওয়া। বেঙ্গালুরু দলে রয়েছেন মুম্বইয়ের প্রাক্তন ব্যাটার টিম ডেভিড। দুই দলের দুই অধিনায়ক হার্দিক ও রজতের লক্ষ্য থাকবে পরিস্থিতি অনুযায়ী ম্যাচের মধ্যে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া।
indian premier league
আইপিএলে মুম্বইয়ের সামনে বেঙ্গালুরু
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0