তিন হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় পূর্বাঞ্চলে প্রথম মালদহের ছাত্রী সপ্তমী সিংহ। জেলার হবিবপুর ব্লকের আইহো গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সপ্তমী। পূর্বাঞ্চলে প্রথম হয়ে সোনা জিতে জাতীয় স্তরের অ্যাথলেটিক্সে সুযোগ পেয়েছে।
সপ্তমীর সাফল্যে পরিবারের পাশাপাশি গর্বিত জেলার বাসিন্দারা। বাবা গোবর্ধন সিংহ পেশায় রিক্সাচালক। রিক্সা চালিয়েই সংসার চালান। বাড়িতে রয়েছেন মা পারুল সিংহ, দিদি ও ভাই।
পারিবারিক অনটনের মধ্য দিয়েই সপ্তমী পড়াশোনার পাশাপাশি খেলাও চালিয়ে যেতে চাইছে। তাঁর লক্ষ্য অলিম্পিকে অংশ নেওয়া। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাওয়া।
এই প্রসঙ্গে সিআইটিইউ’র জেলা সভাপতি প্রণব দাস ও মালদহ জেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের জেলা সম্পাদক অনুপম গুন শ্রমিক পরিবারের এই কন্যাকে অভিনন্দন জানিয়েছেন। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
WALKING RACE SAPTAMI SINGHA
হাঁটায় পূর্বাঞ্চলে সোনা মালদহের সপ্তমীর

×
মন্তব্যসমূহ :0