ওয়েস্ট বেঙ্গল মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ)'র মালদহ জেলা দ্বিতীয় সম্মেলন থেকে গোটা দেশজুড়ে বাংলাভাষী মানুষদের উপর অবিলম্বে হেনস্তা বন্ধের দাবিতে সোচ্চার বলেন সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা।
রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয় কমরেড নেপালের ভট্টাচার্য নগর ( রতুয়া-২ ব্লক ) কমরেড কাইসুল হক মঞ্চে ( চাঁদপুর এম এস কে, আড়াইডাঙ্গা।
সম্মেলনে যেসব দাবিকে সামনে রেখে প্রতিনিধিরা সোচ্চার হন তার মধ্যে রয়েছে রাজ্যের বাইরে কর্মক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তা। স্টেশনে পুলিশি হয়রানি বন্ধ করা। মাসিক ২৬ হাজার টাকা মজুরি ও মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ। প্রতি দূরপাল্লার ট্রেনে পরিযায়ী শ্রমিকদের জন্য দু’টি কামরা সংরক্ষণ করা।
সম্মেলন থেকে সংগঠনের জেলা কমিটি নির্বাচিত হয়। তার মধ্যে ১৬ জন পরিযায়ী শ্রমিক। ভাপতি জহুর আলম, কার্যকরী সভাপতি প্রিয়ব্রত মণ্ডল, সম্পাদক কামাল সেখ, অর্গানাইজিং সম্পাদক পদে দেবজ্যোতি সিনহা নির্বাচিত হন।
সংগঠনের রাজ্য সভাপতি এসএম সাদী উদ্বোধন করেন। সাধারণ সম্পাদক আসাদুল্লা গায়েন বক্তব্য রাখেন। মিছিল ও পথসভা হয়।
Maldaha Migrant Workers
মালদহে পরিযায়ী শ্রমিক সম্মেলনে হেনস্তা বন্ধের ডাক

×
Comments :0