On This Day 2005

সিনিয়র ক্যারিয়ারে গোলের উদ্বোধন মেসি করেছিলেন আজকের দিনে

খেলা

On-This-Day-2005

আজ১ মে। আজ থেকে ঠিক ২০ বছর আগে ২০০৫ সালে এক আর্জেন্টিনীয় ম্যাজিশিয়ান নিজের সিনিয়র ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছিলেন বার্সিলোনার জার্সিতে ক্যাম্প ন্যুতে। তখন কেই বা জানতো যে এই খেলোয়াড়ই একসময়ে হয়ে উঠবেন একটি গোটা জেনারেশনের অনুপ্রেরণা। সেই আর্জেন্টিনীয় ম্যাজিশিয়ানের নাম লিওনেল আন্দ্রেস মেসি। মারাদোনার পর আর্জেন্টিনার দেশনায়ক তিনি। ২০০৪-০৫ মরশুমে বার্সিলোনার সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেছিলেন মেসি। ১৬ অক্টোবর ২০০৪ সালে প্রথম ম্যাচ খেলেন ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে । ২০০৫ - র ১মে তে প্রথম গোল করেন আলবাসেতে দলের বিরুদ্ধে।  সেই শুরু এরপর বার্সিলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২টি গোল করেন মেসি। পিএসজির হয়ে ৩২ ম্যাচে ৭৫ এবং বর্তমানে ইন্টার মায়ামির হয়ে ৪২ ম্যাচে ৫১ গোল করেছেন মেসি। ২০২২ সালে জিতেছেন বিশ্বকাপ। বার্সিলোনার জার্সিতে মোট ১০বার লা লিগা, ৮বার কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ৩টি উয়েফা সুপার কাপ এবং ৩টি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন ।

 

 

Comments :0

Login to leave a comment