POETRY / GOURI SENGUPTA / MASTER / MUKTADHARA / 12 SEPTEMBER 2025 3rd YEAR

কবিতা / গৌরী সেনগুপ্ত / মাস্টার / মুক্তধারা / ১২ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  GOURI SENGUPTA  MASTER  MUKTADHARA  12 SEPTEMBER 2025 3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

মাস্টার
 
 

গৌরী সেনগুপ্ত

 

১২ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩

খুক খুক আর ভুক ভুক কাশিস থেকে থেকে
রোজ রোজ তুই রকের জলে বসিস লেগে থেকে
সেবার তোকে শিরাপ দিলাম খাবার সাথে গুলে
কোনমতে সারলো তো । ফের কাশছিস ল্যাজ তুলে
মা বকছে দূর করে দে বেজায় জ্বালাতন
তাই কি আমি পারি ভুলো তুই যে আপনজন
বাবা বলছে পড়ার সময় ওকে কেন রাখিস
আমি জানি তুইও যদি শিখতে কিছু পারিস
আর হবে না তোকে নিয়ে রকে বসেই কাশ
আদর করে শেখাই যেন কামড়াস না বেঁফাস ।


মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন