General Election 2024

বিহারে এনডিএ জোটে জট, পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর

জাতীয়

বিহারে লোকসভা নির্বাচনের জন্য বিজেপি তার ভাইপো এবং এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ানের সাথে আসন সমঝোতা চূড়ান্ত করার একদিন পরেই মঙ্গলবার মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পরস।
তিনি বলেন, ‘‘আমি কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। পশুপতি পারস বলেন, আসন ভাগাভাগি করে আমাদের দল অন্যায় করেছে’’।

সোমবার বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহারের লোকসভা নির্বাচনের জন্য তাদের আসন সমঝোতা ঘোষণা করে, বিজেপিকে ১৭টি, জেডি (ইউ) ১৬টি এবং চিরাগ পাসোয়ানের এলজেপি-কে (রামবিলাস) পাঁচটি আসন দেয়।
এনডিএ’র অপর দুই শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) এবং উপেন্দ্র কুশওয়াহার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক মোর্চা একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Comments :0

Login to leave a comment