গ্র্যান্ড চেস ট্যুরের প্রথম সেমিফাইনালে ড্র করলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার ম্যাক্সিম ভাসিয়ে- লাগ্রাভের বিপক্ষে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। শুরু থেকেই বেশ কিছুটা দুর্বল ছিলেন প্রজ্ঞানন্দ। ফরাসি দাবারু সেই সুযোগ গ্রহণ করতে পারেননি। খেলার শেষে প্রজ্ঞানন্দ বলেন, ‘আমি জানিনা হঠাৎ করে এই ধরনের প্যানিক কেন ঘটলো। কোন কারনও ছিল না। সাত সেকেন্ডের মতন পিছিয়ে থাকায় কিছুটা আতঙ্ক চেপে বসেছিল আমার মধ্যে। ড্র করা ছাড়া অন্য কোন সুযোগ আমার হাতে ছিল না।’
Praggnanandhaa
প্রজ্ঞানন্দের ড্র

×
Comments :0