বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ২৪ এপ্রিল ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. মহিলাদের আই লিগ ফুটবলে এ বছর কোন্ দল চ্যাম্পিয়ন হয়?
২. সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে বাঙালি সাঁতারু সায়নী দাস ষষ্ঠ তথা সর্বশেষ কোন্ ঈপ্সিত প্রণালী পেরোলেন?
৩. কে ছিলেন মার্কসবাদ বীক্ষায় দীক্ষিত বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের সফল রূপকার ও নভেম্বর বিপ্লবের মহানায়ক?
৪. জিশু খ্রিস্টের ক্রুশের তলায় লেখা I.N.R.I., তার পুরো কথা কি?
৫. ভারতীয় ভাষায় বাঙালি নির্মিত টাইপফেসে তৈরি বাংলায় ছাপা প্রথম বই কোনটি?
৬. ভারতে কতগুলো স্থায়ী ও অস্থায়ী ওয়াকফ আছে? কতটা জমি এবং অর্থমূল্য কত টাকা?
সমাধান
১. মহিলাদের ফুটবলে এ বছর আই লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল দল? ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট, দলের করা গোল ৩৮ টি, বিপক্ষ দল গোল দেয় ১০টি।
২. প্রখ্যাত বাঙালি মহিলা সাঁতারু সায়নী দাস সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে সম্প্রতি ষষ্ঠ তথা সর্বশেষ ১৫ কিঃমিঃ লম্বা জিব্রাল্টার প্রণালী পার হলেন ৩ ঘন্টা ৫১ মিনিটে (স্পেনের তারিফা থেকে মরক্কোর টাঙ্গা)।
৩. মার্কসবাদ বীক্ষায় দীক্ষিত প্রখ্যাত দার্শনিক ও তাত্ত্বিক বিশ্বের প্রথম সর্বহারা বিপ্লব বা নভেম্বর বিপ্লবের মহানায়ক দুনিয়ার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের সফল রূপকার ভ্লাদিমির ইলিচ লেনিন (জন্ম: রাশিয়ার সিমবির্স্ক শহরে ২২ শে এপ্রিল ১৮৭০ সাল )।
৪. জিশু খ্রিস্টের ক্রুশের নীচে I.N.R.I. লেখা পুরো কথা হল IESVS , NAZARENVS, REX, IVDAEORVM,"Jesus of Nazareth, King of the Jews"।
৫. ১৭৭৮ সালে ব্রিটিশ প্রাচ্যবিদ নাথানিয়েল হ্যালহেড-এর লেখা পঞ্চানন কর্মকার (পঞ্চা কামার) নির্মিত ভারতীয় ভাষায় টা ৬. ভারতে স্থায়ী১৮ লক্ষ ৭২ হাজার ৩২৮ টি ও ১৬ হাজার ৭১৩টি অস্থায়ী ওয়াকফ সম্পত্তি আছে।জমির পরিমাণ প্রায় ৯ লক্ষ ৪০ হাজার একর। বাজার অর্থমূল্য প্রায় ১ লক্ষ কোটি টাকা।
Comments :0