বৃহস্পতিবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ। সন্ধ্যা ৭:৩০টায় চিন্নাস্বামীতে নামবে এই দুই দল। বর্তমানে বিরাটের দল ৮ম্যাচে ১০পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে এবং সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। প্লে অফে যাওয়ার সুযোগ এখনও রয়েছে সঞ্জু স্যামসনদের। তাই যশ্বস্বী , রিয়ান , নীতীশদের দল মরিয়া বেঙ্গালুরুকে হারানোর জন্য। অন্যদিকে গত ম্যাচে পাঞ্জাবকে হারিয়েছিল বেঙ্গালুরু দল। তাই আত্মবিশ্বাসে ভরপুর হয়েই নামবে তারা। এখনো অব্দি ৩৩বারের মুখোমুখি সাক্ষাতে বেঙ্গালুরু জিতেছে ১৬টি এবং রাজস্থান ১৪টি ম্যাচ।
indian premier league
আইপিএলে বেঙ্গালুরু বনাম রাজস্থান
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0