গুজরাট টাইটানসকে ৮ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ২০৯ রান করে গিলের দল। গিল করেন ৫০ বলে ৮৪ রান। ২৬ বলে ৫০ করেন বাটলার। থিক্সেনা, সন্দীপ ও জোফ্রা আর্চার উইকেট নেন। পরবর্তীতে ব্যাট করতে নেমে বছর ১৪- র বৈভব করেন ১০১ রান। এছাড়াও ৪০ বলে ৭০ করেন যশস্বী । বৈভবের ব্যাটিংয়ের জেরেই মূলত দুরন্ত জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস।
Indian Premier League
৮ উইকেটে জয় রাজস্থানের

×
Comments :0