on this day 1987

টেনিস মহাতারকা অ্যান্ডি মারে জন্মেছিলেন আজকের দিনে

খেলা

আজ ১৫মে। ১৯৮৭সালের আজকের দিনে জন্মেছিলেন ব্রিটিশ টেনিস মহাতারকা এন্ড্রেউ ব্যারন মারে। উইলিয়াম ও জুডি মারের পুত্র এন্ডি। মা জুডি মারে ছিলেন একজন পেশাদার টেনিস খেলোয়াড়। ২০০৫সালে মাত্র ১৮বছর বয়সেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেন ডেভিস কাপে। সেই শুরু। তারপর থেকে প্রায়১১টি প্রতিযোগিতায় মোট ৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ২০১২ এবং ২০১৬অলিম্পিকে জিতেছেন স্বর্ণপদক। বিশ্বের একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে পর পর দুইবার সিঙ্গেলসে স্বর্ণপদক জিতেছেন। ক্যারিয়ারে মোট ১১টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলেছেন মারে। সিঙ্গেলসের ৭১টি প্রতিযোগিতায় ৪৬বার জিতেছেন তিনি । প্রায় ৪১সপ্তাহ ধরে ছিলেন টেনিসের শীর্ষ র্যাঙ্কে। তার সঙ্গে জকোভিচের প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য মুখিয়ে থাকত জনতা। ৩৬বারের মুখোমুখি সাক্ষাতে ২৫-১১ তে অবশ্য এগিয়ে রয়েছে জকোভিচ। ২০১২ অস্ট্রেলিয়ান ওপেনে প্রায় ৫ঘন্টার দীর্ঘ লড়াই হয়েছিল মারে এবং জকোভিচের মধ্যে। পরবর্তীতে জকোভিচকেই কোচিং করিয়েছিলেন মারে। ২০১৬তে আইটিএফ বিশ্ব চ্যাম্পিয়ন , ২০১৬টেই এটিপি প্লেয়ার অফ দ্যা ইয়ার , ২০১০ ও ২০১৫তে ইউএস ওপেন চ্যাম্পিয়ন। এছাড়াও ভূষিত হয়েছেন আরো অন্যান্য অনেক সম্মানে।

Comments :0

Login to leave a comment