ত্রিমুখী লড়াই দিল্লি কর্পোরেশনে
রোড শো আর জনসভার সংখ্যা প্রায় ২০০। ভোটদাতার সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ। গুজরাটে ভোটের মধ্যেও দিল্লি কর্পোরেশনের ভোটে ঝাঁপিয়েছে বিজেপি। নগর নিগমের ভোটে যদিও গতবারের ফলাফলের বিচারে এগিয়ে নরেন্দ্র মোদীর দলই। তবে দিল্লির সরকারে আসীন ‘আপ’ লড়াইয়ে আছে। কংগ্রেস চাইছে অন্তত কিছু আসন বাড়াতে। 
রবিবার, ৪ ডিসেম্বর, ভোট গুজরাটে। গোড়ায় একটিই নগর নিগম ছিল রাজধানী শহরে। ২০১২’তে ভেঙে তিনটি কর্পোরেশন গড়া হয়েছিল। এবার ফের তা জোড়া লেগে একটিই। শেষবার আসন পুনর্বিন্যাসের পর প্রথম ভোট। মোট আসন ২৭২।
                        
                        
২০১৭’র ভোটের নিরিখে ২৭২ আসনের মধ্যে ১৮১টিতে জয়ী হয়েছিল বিজেপি। আম আদমি পার্টি ৪৮ এবং কংগ্রেস পেয়েছিল ২৭টি আসন। ২০১৯-এ দিল্লি বিধানসভার ভোটে পর্যুদস্ত হয়েছিল বিজেপি। তার কিছু পরেই হয় সাম্প্রদায়িক হিংসা। একতরফা মুসলিমদের দায়ী করার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নির্দেশ চলে দিল্লি পুলিশ।
                        
                        
আম আদমি পার্টি সরকারে থাকলেও সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে একেবারেই মুখ বুঁজে থেকেছে। দিল্লিতে যদিও প্রচারে পিছিয়ে নেই ‘আপ’। 
 
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0